ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার বিকালে সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিএনসিসি ভবনের সামনে তারা বিক্ষোভ-সমাবেশ করেন। ফারুক হাসান বলেন, এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তা দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে। সরকারের নানা কর্মকাণ্ড আমাদেরকে অনেককিছু ভাবায়। উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তর সিটি করপোরেশন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতা মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছেন, যা শহিদদের রক্তের সঙ্গে প্রতারণা। তিনি বলেন, আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেফতার না করলে আগামী শনিবার যমুনা ঘেরাও করা হবে।
ডিএনসিসির প্রশাসককে অপসারণ করে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় গণঅধিকার পরিষদ