সোমবার নেত্রকোনার মদনে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, টাকা চুরিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, আলমশ্রী গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার মনোহারী দোকান রয়েছে। সেই দোকান থেকে ছয় হাজার টাকা চুরি হয়। এ চুরির জন্য একই গ্রামের সালেম উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়াকে অভিযুক্ত করা হয়। সালেম উদ্দিন পুত্রের দায় স্বীকার করে দুই হাজার ফেরত ও ক্ষমা চাইতে গেলে ফিরিয়ে দেন সোহেল। পরে এর জেরে সংঘর্ষ ঘটে!
নেত্রকোনার মদনে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। সোমবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে হওয়া এ সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন।