ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। ৯ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে এই আপিল দাখিল করা হয়। আপিলে বলা হয়েছে, মিন্টু তার মার্কিন নাগরিকত্ব ও তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য হলফনামায় গোপন করেছেন। এ কারণে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছে, যিনি মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন।
আপিল আবেদনে উল্লেখ করা হয়, মিন্টু দাবি করেছেন যে তিনি ২০২৫ সালের ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন, তবে কোনো প্রমাণ দেননি। বরং তিনি ৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ড ভ্রমণ করেছেন, যা নাগরিকত্ব বাতিলের দাবির সঙ্গে সাংঘর্ষিক। আপিলে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এই তথ্য গোপন করায় তার প্রার্থিতা বাতিলযোগ্য।
এর আগে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেন, কারণ তিনি নাগরিকত্ব ত্যাগের আবেদন সংক্রান্ত তথ্য জমা দিয়েছিলেন। আপিল শুনানি ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
দ্বৈত নাগরিকত্ব গোপনের অভিযোগে বিএনপি প্রার্থী মিন্টুর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াতের আপিল