Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত ১১তম গ্রেড শিগগিরই বাস্তবায়িত হবে। রোববার ভোলার মনপুরা উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষক সমাজকে চলমান কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া তিনি জানান, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রত্যন্ত ও চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করা হবে এবং দুর্গম এলাকায় কর্মরত শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষ ও অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

30 Nov 25 1NOJOR.COM

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেন গণশিক্ষা উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!