টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে কারখানায় দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এর আগেও টানা পাঁচদিন আন্দোলন হয়েছে।
মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ