ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের সহিংসতায় শত শত মানুষ হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছে। খনিজসমৃদ্ধ নর্থ কিভু প্রদেশে সরকারবিরোধী এই সংঘাত নতুন করে তীব্র হয়েছে, বিশেষ করে এম২৩ বিদ্রোহীরা গোমা ও বুকাভু শহর দখলের পর। ২৫ বছর বয়সী ডেভিড মুহিরের মতো অনেকেই মাইন বিস্ফোরণ বা গুলির আঘাতে অঙ্গ হারিয়ে পুনর্বাসনের অপেক্ষায় আছেন।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, ২০২৫ সালে পূর্ব কঙ্গোতে অস্ত্র, মাইন ও অবিস্ফোরিত গোলার আঘাতে আহত ৮০০ জনের বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। এর মধ্যে ৪০০ জনের বেশি গোমার শিরিকা লা উমোজা কেন্দ্রে পুনর্বাসন নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৪ ডিসেম্বর রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও কয়েক দিনের মধ্যেই এম২৩ নতুন অভিযান শুরু করে বুরুন্ডি সীমান্তবর্তী এলাকায়।
আইসিআরসি কর্মকর্তারা সতর্ক করেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে মানবিক সংকট আরও গভীর হবে এবং প্রতিবন্ধী মানুষের সংখ্যা বাড়তে থাকবে। তারা আন্তর্জাতিক সহায়তা ও শান্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
শান্তিচুক্তির পরও পূর্ব কঙ্গোতে এম২৩ সংঘাতে শত শত মানুষ অঙ্গ হারাচ্ছে