এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় ঐকমত্য তৈরির স্বার্থে প্রথম থেকেই এবি পার্টি নমনীয়তার নীতি নিয়েছে। যেসব বিষয়ে দলীয়ভাবে আমাদের ভিন্নমত ছিল, তার অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপের পর জাতীয় স্বার্থে আমরা একমত পোষণ করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচুর বৈঠক ও আলাপ-আলোচনা হয়েছে, কিন্তু এখনো জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি আমাদের কাছে স্পষ্ট নয়। দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনপদ্ধতি, প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবি পার্টির ভিন্নমত ছিল জানিয়ে মঞ্জু বলেন, অন্য সকল দলের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির সুবিধার্থে আমরা সেসব বিষয়ে একমত পোষণ করি।
জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি