যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রায় ৯ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার প্রকল্পের লক্ষ্য দেশের সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষা জোরদার করা, কোনো মিলিশিয়া বা রক্ষীবাহিনী গঠন নয়। ১৮ থেকে ৩৫ বছর বয়সী অংশগ্রহণকারীদের বিকেএসপিতে জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও শুটিংয়ে প্রশিক্ষণ দেওয়া হবে দুই বছরে ১০০ স্লটে, ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। আসিফ বলেন, এটি আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, এতে সামরিক অস্ত্র নয়, এয়ারগান ব্যবহৃত হবে। প্রশিক্ষণ শেষে কেউ বাহিনীতে যোগ দেবে না; তারা নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবে। তিনি অভিযোগ করেন, “ভারতপন্থি একটি মহল” গুজব ছড়িয়ে প্রকল্পটিকে বিতর্কিত করছে। আসিফের মতে, জাতীয় নিরাপত্তার স্বার্থে নাগরিকদের প্রস্তুত রাখতে এই পাইলট প্রকল্প নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রায় ৯ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়ার প্রকল্পের লক্ষ্য দেশের সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষা জোরদার করা, কোনো মিলিশিয়া বা রক্ষীবাহিনী গঠন নয়