রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো কোনো রাজনৈতিক দল বা সংগঠন বা সংস্থা অনুমতি ছাড়া এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এর ফলে রংপুর মহানগর এলাকায় যানজটসহ জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আরো বলা হয়, যে কোনো ধরনের জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা করার জন্য মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।’
অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা করার জন্য পূর্বানুমতি নিতে হবে।