বিএনপির আমিনুল হক আওয়ামী লীগকে গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন বলে আখ্যা দিয়ে বলেন, তাদের চেহারা দেখাও পাপ। তিনি দলের প্রতি নিবেদিত ও নির্যাতিত কর্মীদের সদস্যপদ নবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাদ দেওয়ার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার গঠনের পরেও দেশি-বিদেশি চক্রান্তে নির্বাচন বিলম্বিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি নেতা আরও বলেন, দল থেকে দুর্নীতিবাজদের সরিয়ে দিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছেন তারা।
বিএনপি নেতা: আওয়ামী লীগের চেহারা দেখাও পাপ