ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড ২২ ডিসেম্বর ভোর ৪টায় কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউটে প্রায় ২০০টি ঘর গুঁড়িয়ে দেয়। প্রচণ্ড শীতের সময় এই উচ্ছেদ অভিযানে শত শত মানুষ মাথা গোঁজার ঠাঁই হারায়।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, তারা প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং সবার বৈধ আধার ও ভোটার আইডি রয়েছে। কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশ তাদের জোরপূর্বক উচ্ছেদ করে, ফলে অনেকেই প্রয়োজনীয় নথি ও আসবাবপত্র সরাতে পারেননি। ঘটনাটি ঘিরে কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস ও কেরালার বাম ফ্রন্টের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, কংগ্রেস এখন বিজেপির বিতর্কিত ‘বুলডোজার রাজ’ অনুসরণ করছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, কংগ্রেস সরকারের অধীনে সংখ্যালঘুবিরোধী রাজনীতি বাস্তবায়িত হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনা বেড়েছে।
বেঙ্গালুরুতে বিনা নোটিশে ৪০০ মুসলিম পরিবারের ঘর ভাঙার অভিযোগ কর্ণাটক সরকারের বিরুদ্ধে