Web Analytics

হেফাজতের সমাবেশ থেকে নারীদের অসম্মান করার ঘটনায় হেফাজতের দুঃখ প্রকাশের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার তারা হেফাজতে ইসলামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে অভিযোগ করা হয়েছে, সংগঠনটির নেতারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের ‘বেশ্যা’ বলে উল্লেখ করেছেন। নোটিশ দেওয়া এনসিপির তিন নারী নেত্রী হলেন- সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। এছাড়া সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। তবে তারা উদ্বেগ জানিয়ে বলেন, 'প্রেস রিলিজে হেফাজত বলেছেন, ‘নারীকে পণ্য’ বানানোর পশ্চিমা এজেন্ডা তারা মেনে নেবেন না এবং ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে ছাড় দেবেন না। উগ্র নারীবাদীদের লেলিয়ে দেওয়া হয়েছে।' নেত্রীরা আরও বলেন, ফ্রেমিংয়ের রাজনীতি থেকে হেফাজতকে বেরিয়ে আসার আহ্বান জানাই। কারো মতের সঙ্গে না মিললেই তাকে কোনো না কোনো ট্যাগ দেওয়া যাবে না।

06 May 25 1NOJOR.COM

হেফাজতের দুঃখপ্রকাশকে সাধুবাদ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

Person of Interest

logo
No data found yet!