Web Analytics

বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাফায়াত আরেফীনকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর থেকে এ পদোন্নতি কার্যকর হয়। এর আগে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ও সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আরেফীন জার্মানির SAP ERP কনসালট্যান্ট এবং UNDP/CIPS, UK থেকে পাবলিক প্রোকিউরমেন্টে সার্টিফিকেটপ্রাপ্ত। চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান সাফায়াত আরেফীন দাপ্তরিক প্রয়োজনে বহু দেশ ভ্রমণ করেছেন।

30 Nov 25 1NOJOR.COM

দীর্ঘ কর্মজীবনের পর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন সাফায়াত আরেফীন

Person of Interest

logo
No data found yet!