Web Analytics

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাসিম উদ্দিন (২৪), তিনি ঝিনাইদহ জেলার খাজুরা গ্রামের আবুল মন্ডলের ছেলে এবং লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ফুলবাড়ী গংগারহাট ফাঁড়িতে সিপাহী পদে কর্মরত ছিলেন। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, টহলে যাওয়ার প্রস্তুতিকালে ব্যারাকের কাছে গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও বিজিবি ধারণা করছে, নাসিম উদ্দিন নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন, কারণ তার বুকের মাঝখানে গুলি বিদ্ধ ছিল। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

02 Jan 26 1NOJOR.COM

কুড়িগ্রামে বিজিবি সদস্যের গুলিতে মৃত্যু, আত্মহত্যার আশঙ্কা পুলিশের

Person of Interest

logo
No data found yet!