বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। নেত্রকোনার কলমাকান্দার নাজিপুর মাঠে কৃষক সমাবেশে তিনি বলেন, এই দফাগুলোর ২৭তম দফায় কৃষকদের বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্যোগ বিএনপি সরকারে ফিরে এলে নেওয়া হবে। কায়সার কামাল বলেন, তিনি নিজে একজন কৃষকের সন্তান, তাই কৃষকের কষ্ট বোঝেন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য সরকারিভাবে নির্ধারণের দাবি জানান। বিপুলসংখ্যক কৃষক-কৃষাণীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কৃষিবিদরা বক্তব্য দেন।
কায়সার কামাল বলেন বিএনপির ৩১ দফা কৃষককল্যাণকেন্দ্রিক জনগণের মুক্তির সনদ