রাজশাহীতে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার দুই নেতা মেহেদী হাসান ফারাবি ও সোয়াইব আহমেদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সচিব আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির নতুন জেলা কমিটির পরিচিতি সভায় সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও এডিটরস ফোরাম এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি হিসেবে নিন্দা জানায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে।
রাজশাহীতে সাংবাদিকদের হুমকি দেওয়ায় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি