বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, জাতীয় মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে তারা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না। বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন যে, সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিলেও ভারত সফরের কোনো পরিকল্পনা নেই। তারা ইতিমধ্যে আইসিসিকে দুটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো যৌথ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে, তবে এখনো কোনো উত্তর পায়নি।
বিতর্কের সূত্রপাত হয় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং ভারতের উগ্রবাদী রাজনীতিকদের হুমকির পরিপ্রেক্ষিতে। বিসিবি মনে করছে, এই ঘটনায় বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত লেগেছে এবং ভারত যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব নয়। বিসিবির ধারণা, আইসিসি বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে বলেই সিদ্ধান্ত জানাতে দেরি করছে।
আইসিসি যদি ম্যাচ সরানোর অনুরোধ নাকচ করে, তবে বিসিবি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এতে আর্থিক ক্ষতি ও পয়েন্ট হারানোর ঝুঁকি থাকলেও বিসিবি তাদের অবস্থানে অটল রয়েছে।
ভারতে ম্যাচ থাকলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে মর্যাদায় অটল বিসিবি