রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি এলাকায় বুনো হাতির পালের আক্রমণে ঝর্ণা চাকমা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহত ঝর্ণা চাকমা জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় দুটি পৃথক ঘটনায় হাতির পালের আক্রমণে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে ৬টার মধ্যে ঘটনাগুলো ঘটে। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে ঝর্ণা চাকমা পথেই মারা যান। বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, দুটি হাতির পালে ৬ থেকে ৭টি হাতি ছিল, যাদের মধ্যে শাবকও ছিল। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৭টার মধ্যে সড়কে থাকা যাত্রী ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।