ফেনীর পরশুরামে কুরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় সিলোনিয়া নদীতে ফেলে দিয়েছেন শুক্কুর আলী নামের এক ব্যবসায়ী। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শুক্কুর নামের স্থানীয় মৌসুমি চামড়া ব্যবসায়ী কুরবানির ঈদের দিন গ্রামে ঘুরে ঘুরে ৫০০ থেকে ৬০০ টাকা দরে বেশ কিছু কুরবানির পশুর চামড়া কিনেন। এরপর চামড়া বিক্রির উদ্দেশ্যে পিকআপভ্যানে পরশুরাম বাজারে নিয়ে যান। কিন্তু কেউ চামড়া কেনার আগ্রহ না দেখালে রাগে-ক্ষোভে চামড়াগুলো নদীতে ফেলে দেন।
কম দামে চামড়া নিয়ে বিপাকে ফেনীর মৌসুমি ব্যবসায়ীরা, নদীতে ফেলে দেওয়ায় গ্রেফতার ১