এক জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নাগরিকদের প্রতি আহ্বান জানান, প্রার্থীদের কাছ থেকে সংস্কার, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সুস্পষ্ট অঙ্গীকার আদায় করার জন্য। এই নির্বাচনকে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন হিসেবে উল্লেখ করেন এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতির ভিত্তিতে প্রার্থী যাচাইয়ের আহ্বান জানান।
২০২৬ সালের এপ্রিলেই জাতীয় নির্বাচন, ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ইউনূস