সরকার বায়ু দূষণ প্রতিরোধে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি সরিয়ে নেওয়ার ও ঢাকার আশেপাশে ইটভাটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন সংস্থার সমন্বয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। সরকার ২৫০টি নতুন বাস কেনার অনুমোদন দিয়েছে এবং অক্টোবরের মধ্যে ভাঙা রাস্তা সংস্কার করবে। ধূলা দূষণ কমাতে উদ্যোগ নেওয়া হবে এবং চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বায়ুমানের উন্নয়ন করা হবে।
বায়ু দূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি অপসারণ ও ঢাকার আশেপাশে ইটভাটা নিষিদ্ধ করবে সরকার