জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারের একটি প্রজ্ঞাপনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পূর্ব নির্ধারিত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) এর পরিবর্তে নতুন তারিখ ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। ফলত এই পরিবর্তন এসেছে। উল্লেখ্য, এই ছুটির দিনটিতে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।