ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার ঢাকা কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আব্দুর রহমান জানান, আগামী শনিবারের মধ্যে অধ্যাদেশ জারি না হলে রোববার (৭ ডিসেম্বর) থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু হবে। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল ও মিরপুর সড়ক অবরোধ করেন, যা দুই ঘণ্টার বেশি স্থায়ী হয়। পরে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন। সরকার ইতোমধ্যে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে অধ্যাদেশ জারি বিলম্বিত হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক জটিলতা ও অনিশ্চয়তার অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ না এলে টানা অবস্থান কর্মসূচির হুমকি সাত কলেজ শিক্ষার্থীদের