ধানমন্ডির সরকারি আবাসিক প্রকল্পে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও সরকারি কর্মকর্তাদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ‘গৃহায়ণ ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত ভবনের বরাদ্দ বাতিল হয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তদন্ত ও বোর্ড সভার সিদ্ধান্তে। বাতিল হওয়া ফ্ল্যাটগুলোর আয়তন ২ থেকে ৪ হাজার বর্গফুট। বরাদ্দপ্রাপ্তদের মধ্যে আছেন সাবেক দুর্নীতি দমন কমিশনার, সচিব ও বিচারকগণ। মন্ত্রণালয় জানায়, প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধানমন্ডির সরকারি আবাসিক প্রকল্পে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও সরকারি কর্মকর্তাদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।