ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা বলেন, ভারত আবারও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের চিরাচরিত আধিপত্যবাদী আচরণ থেকে সরে আসেনি। বিনা উসকানিতে নিরস্ত্র নাগরিকদের হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা ভারতের কাছ থেকে জবাবদিহিতা ও ক্ষতিপূরণ দাবি করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জে হামলা ও বিমান দুর্ঘটনা সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ ছাড়া সরকারকে জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিল ও অবিলম্বে "জুলাই সনদ" ঘোষণার আহ্বান জানানো হয়।
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।