ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ করেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিরুদ্ধে 'মব' সৃষ্টি করছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যদিও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, এই অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতেই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।
শিবিরের গুপ্ত কর্মীরা মিটফোর্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিরুদ্ধে 'মব' সৃষ্টি করছে: নাছির