Web Analytics

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। ১৮ নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমিতে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের আয়োজনে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আন্তঃকলেজ বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তরুণদের মতো ২০২৪ সালের জুলাই যুদ্ধেও তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় এগিয়ে এসেছে। তিনি বলেন, তরুণদের সাহস, শক্তি ও স্পৃহা নতুন বাংলাদেশ গঠনে কাজে লাগাতে হবে, যেখানে নারী ও শিশুরা নিরাপদ থাকবে। শারমীন এস মুরশিদ গণতন্ত্রের শিকড় হারানোর দুঃখ প্রকাশ করে বলেন, তরুণদের ঐক্য ভেঙে যেতে দেওয়া যাবে না এবং মতাদর্শের ভিন্নতায় দেশকে বিভক্ত করা উচিত নয়। অনুষ্ঠানের শেষে তিনি দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

19 Nov 25 1NOJOR.COM

শারমীন এস মুরশিদ তরুণদের ঐক্যবদ্ধ হয়ে সহিংসতা রোধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান

Person of Interest

logo
No data found yet!