Web Analytics

সাভারের ডিইপিজেড এলাকায় র‍্যাব পরিচয়ে দুর্বৃত্তরা ৩০টি গরু বোঝাই একটি ট্রাক ডাকাতি করেছে। রবিবার রাত আড়াইটার দিকে বগুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে তিনটি মাইক্রোবাস দিয়ে ট্রাকটির গতিরোধ করে তারা। অস্ত্রের মুখে ড্রাইভার, হেলপার ও গরু ব্যবসায়ীদের জিম্মি করে মাইক্রোবাসে তুলে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে চন্দ্রা এলাকায় ভুক্তভোগীদের মারধর করে ফেলে রেখে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে ট্রাকটি ও পাঁচটি গরু উদ্ধার করে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, অবশিষ্ট গরু ও ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ট্রাকটি থানার হেফাজতে রাখা হয়েছে।

30 Nov 25 1NOJOR.COM

র‍্যাব পরিচয়ে সাভারে গরুবাহী ট্রাক ডাকাতি পুলিশ উদ্ধার করল ট্রাক ও পাঁচ গরু

Person of Interest

logo
No data found yet!