কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মো. ফারুক (২৮) সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে দেশে পালিয়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারিত প্রবাসীরা তার গ্রামের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বোনদের অশ্রাব্য গালিগালাজের মুখে পড়েছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, ফারুক বর্তমানে চকরিয়া ও ঢাকায় আত্মগোপনে রয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
চট্টগ্রামের লোহাগাড়ার প্রবাসী মোহাম্মদ আবু সালেহ অভিযোগ করেছেন, ফারুক সৌদি আরবের আবাহা প্রদেশে পেট্রোল পাম্পে বিনিয়োগের কথা বলে তার কাছ থেকে ৪৫ হাজার রিয়াল (প্রায় ১৪ লাখ টাকা) নিয়েছেন। কুষ্টিয়ার প্রবাসী শাহাজুল ইসলাম জানিয়েছেন, ফারুক প্রবাসী কল্যাণ সমিতির লটারির ৬ লাখ টাকা এবং বিকাশ ব্যবসায়ী উজ্জ্বলের আড়াই লাখ টাকা আত্মসাৎ করেছেন। সালেহ জানিয়েছেন, তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন রশিদ জানিয়েছেন, তিনি ফারুককে চিনলেও প্রতারণার অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত নন।
সৌদিতে প্রবাসীদের টাকা নিয়ে পালিয়েছে কক্সবাজারের যুবক ফারুক