সুনামগঞ্জের দুইটি ‘হোল্ড’ করা আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬৩টি ‘হোল্ড’ আসনের মধ্যে ৩৬টির প্রার্থীর নাম ঘোষণা করেন, যার মধ্যে সুনামগঞ্জের দুইটি আসনও রয়েছে। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করা হয়েছে। ঘোষণার পরপরই দুই প্রার্থীর সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন, ফুল-মিষ্টি নিয়ে অভিনন্দন জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন। নুরুল ইসলাম নুরুল বলেন, তার প্রার্থী হওয়া দলের তৃণমূলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে এবং তিনি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুনামগঞ্জের দুই ‘হোল্ড’ আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন ও নুরুল ইসলামের নাম ঘোষণা