ওয়েল্ডিং ও শিপিংয়ের কাজে প্রশিক্ষণ সম্পন্ন করে সার্বিয়ায় যাচ্ছেন বাংলাদেশের ১১ জন কর্মী। এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি (আরএল-৫২৩) এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ শেষে তারা রবিবার বিকেলে ঢাকার উত্তরা তুরাগ এলাকার জে আই ইসলামি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ ত্যাগ করেন। সার্বিয়ায় তারা মাসিক ৬০০ থেকে ৭০০ ইউরো বেতন পাবেন, যেখানে থাকা ও খাওয়ার সুবিধাও থাকবে।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা জানান, কয়েক মাসের প্রশিক্ষণ ও বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎকারের পর তারা ভিসা পান। প্রতিজনের প্রায় ১৪ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। কোম্পানির কর্মকর্তারা জানান, ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে দক্ষ শ্রমিক পাঠানোর ধারাবাহিকতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পুনরায় বিদেশে জনশক্তি প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। তারা বৈধ ও নৈতিক উপায়ে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ওয়েল্ডিং ও শিপিং কাজে সার্বিয়ায় যাচ্ছেন বাংলাদেশের ১১ প্রশিক্ষিত কর্মী