কারাবন্দিদের নৈতিকতা জাগ্রত করতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, বন্দিদের আদর্শ ও মূল্যবোধ গড়ে তুলতে হবে যাতে তারা ভালো জীবনে ফিরতে পারে। কারাগার পরিদর্শনে গিয়ে তিনি জানান, ইসলামি ফাউন্ডেশন লাইব্রেরি ও ধর্মীয় শিক্ষা চালু রেখেছে এবং শিক্ষক সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, সবাই অপরাধী নয়, কেউ কেউ মিথ্যা মামলায় বন্দি। ঢাকা কেন্দ্রীয় কারাগারকে প্রকৃত অর্থে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যেই এই উদ্যোগ।
কারাগারে থাকা সবাই অপরাধী না। অনেককে মিথ্যা মামলায়ও কারাবরণ করতে হয়। আদালতের রায় হওয়ার আগে আমরা কাউকে দোষী বলতে পারি না: ধর্ম উপদেষ্টা