অভিনেতা সিদ্দিকুর রাহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবারবিকেল ৪টার পরে কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন।
অভিনেতা সিদ্দিকুর রাহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে