জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন কেবল ক্ষমতার পালা বদলের নির্বাচন হবে। তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক জাতীয় নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় মন্তব্য করে তিনি বলেন, যেখানে মানুষে-মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না।
বিচার-সংস্কার ছাড়া নির্বাচন ক্ষমতার পালা বদলের নির্বাচন হবে: নূরুল ইসলাম বুলবুল