কুয়াকাটায় ব্যবসায়ী আব্দুল হালিম আকনকে জিম্মি করে তার স্বাক্ষরিত ৩০ লাখ টাকার একটি চেক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে। রোববার সকালে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে বিস্তারিত উল্লেখ করে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন হালিম আকন। হালিম আকন জানান, প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। এ নিয়ে নেছার উদ্দিন জানান, তিনি এক বছর আগে হালিম আকনের বাবা মোস্তফা আকনের কাছ থেকে ১৫ শতক জমি ৩৭ লাখ ৫০ হাজার টাকায় কিনেছেন। এ সংক্রান্ত বায়না দলিলও রয়েছে। ওই টাকা পাওনা ছিল; কিন্তু তাকে দলিল করে না দিয়ে ওই জমি অন্যত্র বিক্রির খবর পেয়ে মোস্তফা আকনকে জানান। তিনি তখন বাড়িতে ডেকে তার ছেলে হালিম আকনের অ্যাকাউন্ট থেকে ৩০ লাখ টাকার স্বাক্ষরিত একটি চেক দেন। এ সময় অনেক লোক উপস্থিত ছিলেন। রোববার ব্যাংকে গিয়ে জানতে পারেন, হালিম আকন ব্যাংকে আপত্তি করেছেন। পরবর্তীতে তার বাবাকে জানাই। তিনি পাওনা টাকা বাবদ দুটি চেকের মাধ্যমে ২৮ লাখ টাকা বুঝিয়ে দেন। বাকি টাকা বাবদ কিছু জমি দেওয়ার সিদ্ধান্ত জানান। পরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র করে এমন অপপ্রচার করা হচ্ছে।
কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব এক ব্যবসায়ীর থেকে ত্রিশ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত, তবে তিনি জানান, জমি সংক্রান্ত পাওনা টাকা নিয়েছেন, অভিযোগকারীর পিতা দিয়েছেন।