Web Analytics

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ারের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমানের আবেদনের পর আদালত এই আদেশ দেন। দুদকের অভিযোগ অনুযায়ী, তাপস ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। তদন্তে দেখা যায়, ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি ২৭টি ব্যাংক হিসাবে মোট ৫৩৯ কোটি টাকার লেনদেন করেছেন, যার মধ্যে বিদেশি মুদ্রায়ও অস্বাভাবিক লেনদেন রয়েছে। দুদক জানায়, এসব সম্পদ যাতে স্থানান্তর বা বেহাত না হয়, সে জন্য হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।