শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলি পর্যটককে গুলি করে আহত করেছে এক মার্কিনি। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন অভিযুক্তের নাম মর্ডেচাই ব্রাফম্যান। রোববার তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় দুজন লোককে ফিলিস্তিনি মনে করে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। তবে তারা বেঁচে যান। পুলিশ জানিয়েছে, তারা ফিলিস্তিনি নয়, ইসরাইলি পর্যটক।