যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনি জনসভায় দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, কেউ জামায়াতের ওপর হামলা করতে এলে দুই হাত নিয়ে ফিরতে পারবে না। তিনি জানান, জামায়াত কারও ওপর হামলা করবে না, তবে আক্রমণ হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আজহার দাবি করেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে এবং প্রতিপক্ষরা এতে ভীত হয়ে হামলার চেষ্টা করছে। তিনি প্রার্থী ফরিদের ত্যাগ ও আনুগত্যের প্রশংসা করেন। জনসভায় অন্যান্য নেতারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ইসলামী শাসনব্যবস্থার আহ্বান জানান। প্রার্থী ফরিদ প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে নারীদের পাঁচ ঘণ্টা কাজের বিনিময়ে আট ঘণ্টার বেতন ও চাঁদাবাজমুক্ত দেশ গড়বেন। চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
যশোরে জামায়াতের নির্বাচনি সভায় হামলার হুমকির জবাবে প্রতিরোধের সতর্কতা দিলেন এটিএম আজহার