Web Analytics

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর ফলে আগামী সপ্তাহে নির্ধারিত তার হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে এই সিদ্ধান্ত নেয় পরিষদ। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, যা দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি ঘটায়।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, এই ভোট একটি শক্তিশালী বার্তা যে, আসাদ যুগের অবসান ঘটেছে এবং সিরিয়া এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে। শারা পূর্বে ইসলামপন্থি সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্ব দেওয়ার কারণে নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, যা একসময় আল-কায়েদার সহযোগী ছিল। তবে যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে সংগঠনটিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়। একই সঙ্গে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, সোমবার প্রেসিডেন্ট শারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এটি হবে তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। মে মাসে রিয়াদে ট্রাম্পের সঙ্গে তার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

07 Nov 25 1NOJOR.COM

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

Person of Interest

logo
No data found yet!