কাতারের শেখ জোয়াদ বিন হামাদ আল থানি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। উজবেকিস্তানের তাসখন্তে অনুষ্ঠিত ওসিএ’র ৪৫তম বার্ষিক সাধারণ সভায় তিনি প্রতিনিধিদের সমর্থনে নির্বাচিত হন। রণবীর সিং শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে শেখ জোয়াদ সভাপতি নির্বাচিত হন। তিনি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি কাতার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওসিএ’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
সভায় এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল শেখ জোয়াদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে শেখ জোয়াদ এশিয়ার আরচ্যারির উন্নয়ন ও বিকাশে সহযোগিতার আশ্বাস দেন। রাজীব উদ্দিন জানান, আসন্ন এশিয়ান গেমসে আরচ্যারি ডিসিপ্লিন নিয়ে আলোচনা হয়েছে এবং ওসিএ ও ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে।
শেখ জোয়াদ আরচ্যারি উন্নয়ন নিয়ে আরও আলোচনা ও কাজের জন্য কাতারে আমন্ত্রণ জানিয়েছেন, যা ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারে।
কাতারের শেখ জোয়াদ ওসিএ সভাপতি নির্বাচিত, এশিয়ার আরচ্যারিতে সহযোগিতার প্রতিশ্রুতি