একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না জানিয়ে আখতার আহমেদ বলেন, তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। যেমন ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা এসব বিষয়। এ ছাড়া গোপন কক্ষ সম্পর্কেও জানতে চেয়েছেন তারা। আরও বলেন, এর বাইরে আমরা কীভাবে রেজাল্ট পাবলিশ করি, এ তথ্য ওয়েবসাইটে থাকে কিনা, এসবও জেনেছেন। সচিব বলেন, প্রতিনিধিদলটি রংপুর আর চট্টগ্রামে গিয়েছিল। তারা আমাদের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট। উনারা আগামীকাল ফিরে যাবেন এবং বোধহয় একটি প্রতিবেদন পাঠাবেন। উনারা আমাদের একটা ড্রাফট দিয়ে গেছেন। যেটা আমরা পর্যালোচনা করে সাইনিংয়ের দিকে অগ্রসর হবো। আর আমাদের কোনো অবজারভেশন থাকলে জানাব।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।