মহারাষ্ট্রে চলতি বছরের প্রথম তিন মাসে ৭৬৭ জন কৃষকের আত্মহত্যাকে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, চড়া উৎপাদন খরচ, ঋণের জালে আটকে থাকা কৃষকদের জন্য সরকার কোনো ন্যূনতম সহায়তা দিচ্ছে না, বরং ঋণ মাফের দাবিকেও অবহেলা করছে। কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ারের তথ্য অনুযায়ী, এই আত্মহত্যার একটি বড় অংশ তদন্তাধীন বা সহায়তার জন্য অযোগ্য ঘোষিত। রাহুল সরকারের নিষ্ক্রিয়তার বিপরীতে কোটিপতিদের ঋণ মাফের উদাহরণ টেনে ক্ষোভ প্রকাশ করেন। পাল্টা জবাবে বিজেপি নেতা অমিত মালব্য কংগ্রেস আমলে ৫৫ হাজারের বেশি কৃষক আত্মহত্যার পরিসংখ্যান তুলে ধরেন।
চড়া উৎপাদন খরচ, ঋণের জালে আটকে থাকা কৃষকদের জন্য সরকার কোনো ন্যূনতম সহায়তা দিচ্ছে না, বরং ঋণ মাফের দাবিকেও অবহেলা করছে: রাহুল গান্ধী