আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি ব্যক্তিগত কারণ দেখালেও বিএনপি, এনসিপি ও জামায়াতের স্বার্থান্বেষী ও চাঁদাবাজিমূলক রাজনীতির তীব্র সমালোচনা করেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি লেখেন, শহীদদের আত্মত্যাগকে ব্যবহার করে নেতারা নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। পোস্টে এনসিপি নেতা হান্নান মাসুদের নাম উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগ করলেও হান্নান তা অস্বীকার করেন এবং প্রমাণ চেয়ে প্রতিক্রিয়া জানান। লিসান জানান, ভবিষ্যতে প্রকৃত পরিবর্তনের ডাক এলে তিনি আবার রাজপথে ফিরে আসবেন।
বিএনপি-এনসিপির ভূমিকার সমালোচনা করে ছাত্রদল থেকে পদত্যাগ করলেন আহসানউল্লাহর লিসান।