বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে দেশ-বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানাই। তিনি বলেন, দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম, আওয়ামী লীগকে মানবতাবিরোধী ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে গত ২ দিনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। এছাড়া দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানান।
আ.লীগ নিষিদ্ধে সাধুবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির: সালাহউদ্দিন আহমদ