বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে একটি ‘গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী’। শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নিহত সাত শিবিরকর্মীর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর।
সাদ্দাম জানান, গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিন আগেই হাদি তাকে বলেছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি হাদিকে সাবধান থাকতে অনুরোধ করলেও হাদি বলেছিলেন, মৃত্যু আল্লাহর হাতে নির্ধারিত এবং তিনি রাজপথেই মৃত্যুবরণ করতে চান। শিবির নেতা হাদির সুস্থতার জন্য দোয়া চান এবং বলেন, তাদের সংগঠনের শাহাদাতের তামান্না কখনো দুর্বল হবে না।
অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং ২০১৩ সালের সংঘর্ষে নিহত সাত কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
হাদির ওপর হামলায় গুপ্ত বাহিনীকে দায়ী করে শিবির নেতার বক্তব্য, স্মরণ করলেন তার সতর্কবার্তা