Web Analytics

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শীর্ষক প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য বলে দাবি করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তর এমন একটি প্রস্তাব করলেও মন্ত্রণালয় প্রকল্পটি বিবেচনা করেনি বা অনুমোদন দেয়নি। মন্ত্রণালয় জানায়, এ ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।

এই ব্যাখ্যার মাধ্যমে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, উল্লিখিত ফ্ল্যাট নির্মাণ সংক্রান্ত কোনো সরকারি সিদ্ধান্ত বা অনুমোদন নেই।

30 Jan 26 1NOJOR.COM

মন্ত্রীদের ফ্ল্যাট নির্মাণের খবর মিথ্যা বলে জানাল গৃহায়ন মন্ত্রণালয়

Person of Interest

logo
No data found yet!