লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত ও মাহিনের ওপর ছুরিকাঘাত ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ১৬ জানুয়ারি মধ্যরাতে চন্দনাইশ উপজেলায় এই হামলা চালানো হয়। হামলার কারণ হিসেবে উল্লেখ করা হয় যে, জুলাই ছাত্র হত্যা মামলার আসামি জসীম বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আয়োজন করায় হামলাকারীরা ক্ষিপ্ত হয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি এই নিন্দা জানান।
বিবৃতিতে কর্নেল অলি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও আবির্ভূত হয়েছে এবং এর দায় বিএনপিকে নিতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি হাসিনার দালালদের আশ্রয় দিয়ে নিরীহ জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। তিনি আহ্বান জানান, যদি বিএনপি সত্যিই জুলাইযোদ্ধাদের সম্মান করতে চায়, তবে এসব ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা উচিত।
তিনি আরও বলেন, জুলাইযোদ্ধাদের ওপর আক্রমণ মানে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়েছেন ও জীবন দিয়েছেন, তাদের প্রতি অবমাননা ও অসম্মান করা।
চট্টগ্রামে জুলাইযোদ্ধাদের ওপর হামলার নিন্দা করলেন কর্নেল অলি আহমদ