শুক্রবার নওগাঁয় গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—আখতারুল ইসলাম (সহসভাপতি, নওগাঁ জেলা), মেহেদী হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক), আবু রাহাত চৌধুরীসহ (সহসভাপতি) অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। পদত্যাগের কারণ হিসেবে তারা জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে তারা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণ অবমূল্যায়ন করা হয়েছে। জেলা পর্যায়ে ভোট উপেক্ষা করে ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়েছে। যুব অধিকার পরিষদের মাধ্যমে মূল সংগঠন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে। কর্মসূচি পালনে কেন্দ্রীয় নেতাদের আনতে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করতে চাপ দেওয়া হয়। নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক আচরণ করা হচ্ছে। নেতাকর্মীদের দাবি, নওগাঁ জেলা গণঅধিকার পরিষদসহ যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের প্রায় ৮০ শতাংশ নেতাকর্মী তাদের সঙ্গে একযোগে পদত্যাগ করেছেন।
নওগাঁয় গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।