২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। প্রায় দেড় বছর চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান। মঙ্গলবার রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
সাদ্দাম জানান, হলুয়াঘাটে আহত শফিকুল ইসলাম প্রায় দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি তাঁর জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাআলা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন। প্রতিবেদনে তাঁর মৃত্যুর স্থান বা ঘটনার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে শফিকুল ইসলামের মৃত্যু সেই আন্দোলনের আরেকটি প্রাণহানির ঘটনা হিসেবে যুক্ত হলো।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ শফিকুল ইসলাম দেড় বছর চিকিৎসার পর মারা যান