সরকারি উদ্যোগে স্থাপিত ভোলার চরফ্যাশন উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত সেবা না পাওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী ভোগান্তিতে পড়েছেন। সরকারি অর্থ ব্যয় হলেও তদারকির অভাবে অনেক ক্লিনিক সপ্তাহে মাত্র এক-দুদিন খোলা থাকে। স্থানীয়দের অভিযোগ, কিছু কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্বে গাফিলতি করছেন। নুরাবাদ ইউনিয়নের নজির মেম্বারবাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নুসরাত জাহানের বিরুদ্ধে নিয়মিত অনুপস্থিতির অভিযোগ উঠেছে। প্রায় ছয় হাজার মানুষের স্বাস্থ্যসেবা এই ক্লিনিকের ওপর নির্ভরশীল হলেও রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা পাচ্ছেন না। বিনামূল্যে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় অনেকেই বাজার থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।